রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিলেটে ভারতীয় চোরাই চিনিসহ দুজন আটক 

সিলেট ব্যুরো

সিলেটে ভারতীয় চোরাই চিনিসহ দুজন আটক 

সিলেটে ফের ট্রাকভর্তি ৪৩১ বস্তা ভারতীয় চোরাই চিনির চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত্রিকালীন সিয়েরা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা সিলেট-তামাবিল সড়কের সুরমা বাইপাস এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি ট্রাকে ৪৩১ বস্তায় ২১ হাজার ১১৯ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। 

জব্দকৃত চিনির বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা হবে। অভিযানে নেতৃত্বে ছিলেন শাহপরান থানার উপ পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম। অভিযানিক দল চিনি চোরাচালান কা্লে জড়িত ২ জনকে আটক করেছে।

আটকরা হলেন, সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইসলাম নগরের সিরাজুল ইসলামের ছেলে সাহিদ আহমদ ও পার্শ্ববর্তী জৈন্তাপুর বাগেরখাল এলাকার সাদ উল্লাহর ছেলে ইমন আহমদ।

টিএইচ